×

সারাদেশ

ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ পিএম

ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বরগুনা সদর হাসপাতাল। ফাইল ছবি

বরগুনায় পুরাতন বসতঘর ভেঙে নতুন ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৬), হারুন অর রশিদের ছেলে হেলাল (৩০) ও শাহজাহানের ছেলে বেলায়েত (২৫)। আহত আরিফ (২৫) একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, দীর্ঘ আট বছর পর হেলাল প্রবাস জীবন শেষে বাড়িতে আসেন। পুরাতন টিনের ঘর ভেঙে সেখানে ভবন নির্মাণ করতে চান। আজ ঘর ভাঙা শুরু করলে মিটার সংযোগের তার ছিঁড়ে তার শরীর ও ঘরের টিনে লাগে। এ সময় হেলালের মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী স্কুলছাত্র রবিউল ও আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App