×

সারাদেশ

বেনাপোলে ২ কেজির বেশি স্বর্ণসহ পাচারকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

বেনাপোলে ২ কেজির বেশি স্বর্ণসহ পাচারকারী আটক

শনিবার বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক পাচারকারী। ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের দাম পৌনে দুই কোটি টাকা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা পুটখালি সড়ক থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। পাচারকারীর নাম রিয়াদ হোসেন (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বালুন্ডা সড়ক হয়ে পুটখালি সীমান্তে যাবে। এই খবর পাওয়ার পর বিজিবি ওই সড়কে নজরদারী জোরদার করে। এ সময় বালুন্ডা পুটখালি সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে দেখতে পেয়ে তল্লাশি চালায়। যুবকের হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত রিয়াদ হোসেনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রিয়াদ বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App