×

জাতীয়

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৪১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০ পিএম

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪১ জন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৬০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ। আগের দিন একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

সবশেষ একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। শুক্রবার দেশে করোনায় দুই জনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৩৬৩ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের হুয়ানান সি-ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছিল। ওই বাজার ছিল মহামারির কেন্দ্র। একাধিক গবেষণায় এর বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App