১৫০ আসনে ইভিএম ব্যবহার দেশের জন্য অশনি সংকেত

আগের সংবাদ

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ফখরুলের

পরের সংবাদ

শিল্পকলার মঞ্চে লোকনাট্য দলের ‘তপস্বী ও তরঙ্গিনী’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১০:১২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ১০:১২ অপরাহ্ণ

বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী পুরাণ ভিত্তিক কাব্যনাট্যের মধ্যে উল্লেখযোগ্য। এতে মহাভারতের ঋষ্যশৃঙ্গ ও তরঙ্গিনী, বুদ্ধদেব বসুর নির্মাণে আধুনিক মানুষের দ্বন্দ্ব, বেদনা, মানসিকতা ও মনস্তত্তের সমকালীন হয়ে উঠেছে। পুরাণ কাহিনীকে যেমন তিনি নতুন বোধে উত্তীর্ণ করেছেন, তেমনি নাট্যকাহিনীতে মাতা-কন্যা, পিতা-পুত্র সম্পর্কের বিরোধগুলোকে উন্মোচিত করেছেন দক্ষতার সঙ্গে। মূলত মানব সম্পর্কের দ্বন্দ্বগুলো উদ্ঘাটিত হয়েছে লোলাপাঙ্গী, তরঙ্গিনী, বিভাণ্ডক, ঋষ্যশৃঙ্গ ও রাজমন্ত্রী অংশুমান চরিত্রের বিন্যাসে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে লোকনাট্যদল প্রযোজিত তপস্বী ও তরঙ্গিনী নাটকের মঞ্চায়ন হয়। প্রযোজনাটি ইতোপূর্বে ৪৫টি প্রদর্শনী হয়েছিল এবং সর্বশেষ প্রদর্শনী হয় ২০০৪ সালে। দীর্ঘ বিরতির পর নির্দেশক লিয়াকত আলী লাকী নতুনভাবে ২০২২ সালে পুনরায় নাটকটি মঞ্চে আনেন।

নাটকে দেখা যায়, অঙ্গদেশে যখন অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল, দৈবজ্ঞেরা বললেন, আজন্ম বনবাসী তরুণ তপস্বী ঋষ্যশৃঙ্গকে রাজধানীতে নিয়ে আসতে পারলেই দুর্যোগের অবসান হবে। ঋষ্যশৃঙ্গ কখনও কোনো নারীকে চোখেও দেখেননি, তরুণ হয়েও তপোবনে তিনি অগ্রগণ্য। তাই এই অসাধ্য সাধন শুধু তারই পক্ষে সম্ভব, কিন্তু সে জন্য তার কৌমার্যনাশ প্রয়োজন।

রাজমন্ত্রীদের আজ্ঞায় এক বৃদ্ধ এই অপহরণের ভার নিল। তারই রূপসী ও যুবতী কন্যা নিপুণ উপায়ে তপস্বীকে ব্রহ্মচর্য থেকে ভ্রষ্ট করলে, তারপর তাকে রাজধানীতে নিয়ে আসা কঠিন হলো না। তিনি নগরে প্রবেশ করামাত্র প্রচুর বৃষ্টিপাত হলো। রাজা লোমপাদ তার কন্যা শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিয়ে দিলেন। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

এই নাটকে তরঙ্গিনী রূপে দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ে ফিরেছেন নন্দিত নাট্যাভিনেত্রী ফারহানা মিলি। অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন- স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, রুবেল শঙ্কর, আবু বকর বকশী, মাসউদ সুমন, শামীমা তুষ্টি, মুমু মাসউদ, মূসা রুবেল, মাশরুবা যুথি, অনন্যা নিশি, মিতু রহমান প্রমুখ। পোশাক পরিকল্পনা ও আবহ সঙ্গীত পরিচালনায় ইয়াসমীন আলী। মঞ্চ পরিকল্পনা করেছেন আলী আহমেদ মুকুল এবং আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ।

আমেরিকান এসোসিয়েশন অব কমিউনিটি থিয়েটার (এএসিটি)’র আমন্ত্রণে সম্প্রতি নাটকটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক থিয়েটার উৎসব (এএসিটি ওয়ার্ল্ড ফেস্ট ২০২২)-এ মঞ্চায়ন হয় এবং দুটি ক্যাটাগরিতে এওয়ার্ড অর্জন করে। পরবর্তীতে নিউইয়র্কের বাংলাভাষী দর্শকদের আমন্ত্রণেও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়