ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

আগের সংবাদ

বাংলাদেশের চিনি শিল্প ঘুরে দাঁড়াবে: শিল্প সচিব

পরের সংবাদ

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৪১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪১ জন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৬০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ। আগের দিন একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

সবশেষ একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। শুক্রবার দেশে করোনায় দুই জনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৩৬৩ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের হুয়ানান সি-ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছিল। ওই বাজার ছিল মহামারির কেন্দ্র। একাধিক গবেষণায় এর বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়