×

খেলা

১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে করাচি বিমানবন্দরে নামে ইংল্যান্ড দল। এ সফরে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ডিসেম্বরে তিন টেস্টের সিরিজ খেলতে আবার পাকিস্তান যাবে ইংল্যান্ড দল।

আগামী দুই অক্টোবর সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাকিস্তান ছাড়বে ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এ সিরিজ খেলছে দুই দল।

জস বাটলারের নেতৃত্বে ২০ সেপ্টেম্বর করাচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। করাচিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইংল্যান্ড যাবে লাহোরে। ২৮ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি। সেখানে তারা সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি খেলবে।

গত বছর পাকিস্তান সফরের কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তার অজুহাতে নিউজিল্যান্ড ক্রিকেট দল সফর বাতিল করলে ইংল্যান্ডও সফর বাতিল করে।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App