×

জাতীয়

সাতক্ষীরায় বোমা-বন্দুকের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ এএম

সাতক্ষীরায় বোমা-বন্দুকের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত ইসরাফিল

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটিতে হাতবোমা ও রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা মফিজুল সরদার বাড়ি থেকে বোমা, রাইফেলের গুলি উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ।

পুলিশের অভিযোগ প্রসঙ্গে মফিজুল সরদারের স্ত্রী পারভিন আক্তার বলেন, রাতে হঠাৎ আমাদের বাড়িতে পাঁচ থেকে সাতজন পুলিশ সদস্য উপস্থিত হয়। পুলিশের সঙ্গে স্থানীয় ইসরাফিল ও মিকাইল নামের দুজন ব্যক্তিও উপস্থিত ছিলেন। থানা পুলিশ বাসায় তল্লাশি চালিয়ে প্রথমে কোনো কিছু না পেয়ে আমাদেরকে জানায় যে আমাদের বাড়িতে নাকি বোমা রাখা আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বিষয়টি শুনে আমরা হতভম্ব হয়ে পড়ি। অনেক খোঁজাখুঁজির পরও পুলিশ যখন কোন কিছুই পায়নি, তখন থানা পুলিশ মিকাইল ও ইসরাফিলকে বাড়ির ভেতরে নিয়ে আসে। এ সময় পুলিশের চাপের মুখে আগে থেকে লুকিয়ে রাখা বোমা ও বন্দুকের গুলি বের করেন তারা। সঙ্গে সঙ্গে বোমা পানিতে রেখে নিষ্ক্রিয় করে। এ সময় পুলিশ মিকাইলকে গ্রেপ্তার করলেও কৌশলে পালিয়ে যান ইসরাফিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App