×

আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ, নিহত ২০৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম

আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ, নিহত ২০৬

ছবি: সংগৃহীত

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজানের সাথে সাম্প্রতিক সংঘর্ষে তাদের নিহত সেনার সংখ্যা ১০৫ থেকে বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে।

গত মঙ্গলবার এই লড়াই শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার শেষ হয়েছে। সংঘর্ষে আজারবাইজানের ৭১ জন সৈন্য প্রাণ হারিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে। খবর বাসসের।

এ সংঘাতে এক দশকব্যাপী আঞ্চলিক বিরোধ অবসানে বাকু এবং ইয়েরেভানের মধ্যকার শান্তি আলোচনা বিপন্ন হয়ে পড়ে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেন, ২০২০ সালের ভয়াবহ যুদ্ধের পর সপ্তাহান্তের এই লড়াইয়ে মৃতের সংখ্যা ১৩৫ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত এটা চূড়ান্ত পরিসংখ্যান নয়। অনেক আহতও আছে। আজারবাইজান তার সৈন্যদের মধ্যে ৭১ জনের মৃত্যু খবর দিয়েছে। আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সহিংসতা শেষ হয়েছে। শত শত বেসামরিক আর্মেনিয়ানকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার আগে আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য ধন্যবাদ।

ককেশাসের প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দুইটি যুদ্ধ করেছে ১৯৯০ এবং ২০২০ সালে। ২০২০ সালে ছয় সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষের ৬,৫০০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। রাশিয়ার মধ্যস্তস্থায় এই যুদ্ধের অবসান হয়।

এ শান্তি চুক্তির অধীনে আর্মেনিয়া তার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের একটি অংশ ছেড়ে দিয়েছে এবং মস্কোর তত্ত্বাবাবধানে প্রায় ২,০০০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App