×

শিক্ষা

বকশীগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

বকশীগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব এ কে এম আমিন বলেন, বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কমকর্তা মুন মুন জাহান লিজা কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় চার পরীক্ষার্থীকে তল্লাশি চালালে তাদের পকেট থেকে নকল পাওয়া যায়। পরে আমি তাদের বহিষ্কার করি।

তিনি আরও জানান-চার পরীক্ষার্থীর মধ্যে তিনজন নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আর বাকি একজন রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। চার জনের মধ্যে কারিগরি বিভাগের তিনজন আর জেনারেলের একজন।

কেন্দ্র সচিব এ কে এম আমিন আরও বলেন, পরীক্ষার্থীদের নাম আমরা নেই নাই। তবে তাদের রোল নাম্বার হলো, ৭২৮৫৩১, ৭৩০৯৯৩, ৭৩০৮৯৬ ও ৪৪৫৪৪৫।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, আমি সকালে রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজে যায় পরিদর্শনের জন্য। এসময় চার পরীক্ষার্থীকে দেখে আমার সন্দেহ হয়। পরে তল্লাশি চালালে চার পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়া যায়। পরে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন। এবার প্রতিটি কেন্দ্রে প্রশাসনের নজরদারি থাকবে। কোনো প্রকার অনিয়ম মানা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App