নয়া পল্টনে শাহ মোয়াজ্জেমের জানাজা সম্পন্ন

আগের সংবাদ

৭-২২ অক্টোবর ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

পরের সংবাদ

বেড়েছে তাপমাত্রা, নেমেছে সতর্ক সংকেত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:৩৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১২:৩৬ অপরাহ্ণ

কমেছে কয়েকদিন ধরে একটানা চলতে থাকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বৃষ্টি আরও কমে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

অপরদিকে, এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছিল।

এরপর লঘুচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ভারতের স্থল ভাগে ওঠে। বাংলাদেশে ও ভারতে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমে দুর্বল হয়ে নিঃশেষ হওয়ার পথে।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। দেখা মিলেছে রোদের।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়