নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতা বাড়ছে

আগের সংবাদ

ছাত্রদলের ৩২ কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

পরের সংবাদ

বাংলাদেশ ব্যাংক

বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১১:১৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ১১:১৮ অপরাহ্ণ

বিটকয়েনসহ সব ধরনের ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি কেনায় নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয়া হয়েছে। এ ধরনের লেনদেন তাদের মাধ্যমে যেন করা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভার্চ্যুয়াল অ্যাসেট, ভার্চ্যুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। কারণ, এসব লেনদেনের আইনগত ভিত্তি নেই। আবার রপ্তানি আয় দিয়েও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়