টি–টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এশিয়া কাপে ভালো কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। দুই ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন এক উইকেট। এর আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ছয় পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন সাকিব।
সাকিব-নবীর ভাবনার কারণ হতে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বল হাতে নয় উইকেট ও ব্যাট হাতে ৬৬ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন তিন উইকেট। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।