×

সারাদেশ

রামগড়ে ভিক্ষুক পুনর্বাসনে গবাদিপশু ও অর্থ প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬ পিএম

রামগড়ে ভিক্ষুক পুনর্বাসনে গবাদিপশু ও অর্থ প্রদান

মঙ্গলবার দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করে রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়। ছবি: ভোরের কাগজ

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় পৌরসভা এলাকায় অতি দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প কর্মসংস্থানের শর্তে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে রামগড় উপজেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চারজন ভিক্ষুকের মাঝে অনুদান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

শহর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপজেলার চার জন ভিক্ষুকের তিনজনকে তিনটি গাভীর বাচ্চা ও একজনকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এসময় সমবায় কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা আইসিটি পোগ্রামার রেহান উদ্দিন, শহর সমাজসেবা কার্যালয়ের পদস্থ্য কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App