×

খেলা

কম্বোডিয়া-নেপাল জামালদের দুই প্রতিপক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

কম্বোডিয়া-নেপাল জামালদের দুই প্রতিপক্ষ

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করছেন জামালরা।

বাংলাদেশ ফুটবল দল কম্বোডিয়া-নেপালের বিপক্ষে আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে। জামাল ভূঁইয়া ও তারিক কাজীরা যাতে আরো ভালো খেলতে পারে তাই ম্যাচ দুটি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ম্যাচ জামালদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হলো কম্বোডিয়া-নেপালের বিপক্ষে জিতলে লাল-সবুজের প্রতিনিধিদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ আছে। তাছাড়া বাংলাদেশ ফুটবল দল র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায় না। তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে চায় বাফুফে। কম্বোডিয়া-নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। তবে এর আগে নিজদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ পেয়েছিল জমাল-মতিন মিয়ারা। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলনে বেশ সমস্যা হয়। এমনকি বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ জায়গায়। জনজীবনেরর পাশাপাশি তার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ পণ্ড হয়ে গেছে। জামালদের প্রতিপক্ষ ছিল নৌবাহিনী ফুটবল দল। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খেলার মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচ না হলেও একই মাঠে অনুশীলন করেছেন জামাল-তারিকরা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সেনাবাহিনীর বিপক্ষে জয় পেয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এদিকে কম্বোডিয়া-নেপালের বিপক্ষে ভালো খেলার জন্য অনুশীলনে গত কয়েকদিন প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধিনে জামাল-মতিনরা নিজেদের প্রস্তুত করেছেন। বাংলাদেশ ফুটবল দল র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায় না। তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে চায় জামালদের কোচ। কম্বোডিয়া-নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ১৭৪ ও নেপাল আছে ১৭৬তম স্থানে। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল জামাল-তারিকরা। কিন্তু শেষ পর্যন্ত রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের সুখ স্মৃতি মনে করতেই পারে বাংলাদেশ। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলে ১-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দেশে-বিদেশে যে কোনো ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ সময় হতাশ করেছে বাংলাদেশ। তারা যত বেশি ম্যাচ খেলবে ততই শিখবে এমটাই প্রত্যাশা বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের। এই দুই ম্যাচে ভালো খেলার লক্ষ্যে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছেন মিডফিল্ডার জামাল ও গোলকিপার জিকোরা। তাদের লক্ষ্য এখন র‌্যাঙ্কিংয়ে উন্নতি। এই বিষয় জামাল বলেন, আমরা অনুশীলন করেছি। ভালো প্রস্তুতি নিয়েছি। ফিফা র‌্যাঙ্কিংয়ে আমরা এখন ১৯২। আমরা সবাই চাই উন্নতি। ৬ পয়েন্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো। সবাই চায় সামনে এগিয়ে যাই। আমরা ভালো ফুটবল খেলতে পারি তা প্রমাণ করেছি। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয়ের সম্ভবনা থাকবে। ফিফটি-ফিফটি বলবো। আমরা সবাই জেতার জন্য খেলবো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন সুমন রেজা। সরকারি চাকরি ছেড়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পুরোপুরি মনোযোগ দিয়েছেন এই তরুণ। এটাকে জীবনের বড় একটা সিদ্ধান্ত বলছেন টাঙ্গাইল থেকে উঠে আসা এই স্ট্রাইকার। কম্বোডিয়া-নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে খেলার জন্য জামাল-মতিনদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন সুমন রেজা। এর আগে ২০১৪ সালে বিমানবাহিনীতে যোগ দেন তিনি। ৮ বছর চাকরি করে পদত্যাগপত্র দিয়ে ফুটবল নিয়ে মেতে ওঠেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App