×

চিত্র বিচিত্র

৩ কি.মি. দৌড়ে ওটিতে ঢুকলেন ডাক্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম

৩ কি.মি. দৌড়ে ওটিতে ঢুকলেন ডাক্তার

ছবি: সংগৃহীত

হাসপাতালের অপারেশন থিয়েটারে অপেক্ষায় রোগী। অপারেশনের জন্য প্রস্তুত সমস্ত টিম। এদিকে দীর্ঘ যানজটে পড়েছেন চিকিৎসক। এজন্য গাড়ি রেখে তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছালেন চিকিৎসক।

গত ৩০ আগস্ট ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে । তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিকিৎসকের দৌড়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের নাম গোবিন্দ নন্দকুমার।

গোবিন্দ নন্দকুমার বলেন, সকালে এক রোগীর জটিল একটি অপারেশনের কথা ছিল। এ জন্য রোগীকে না খেয়ে থাকতে হতো। এমনকি অপারেশনের জন্য সমস্ত টিম প্রস্তুত ছিল। আমি পৌঁছানোর শুরু হবে অপারেশন। এমন পরিস্থিতিতে দীর্ঘ যানজট দেখে গাড়ি থেকে নেমে দৌড় শুরু করি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, চিকিৎসক হিসেবে বেশ সুনাম রয়েছে নন্দকুমারের। গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন এ ডাক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App