×

সারাদেশ

বেড়ি বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ পিএম

বেড়ি বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত

ছবি: ভোরের কাগজ

বেড়ি বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত

ছবি: ভোরের কাগজ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামে খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে নদীর পানি প্রবল বেগে বিল ও লোকালয়ে প্রবেশ করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জোয়ারের সময় পানি উন্নয়ন বোর্ডের ৭/২নং পোল্ডারের গদাইপুর গ্রামের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে বেড়ি বাঁধের ১০ হাত জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

[caption id="attachment_367765" align="alignnone" width="700"] ছবি: ভোরের কাগজ[/caption]

স্থানীয়রা জানান, রবিবার থেকে এলাকায় এখনো টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের সাথে নিম্নচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। দুপুরে জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে এলাকার ৩০০ বিঘা জমির মৎস্য ঘের নিমজ্জিত হয়ে গেছে। ঘেরের মাছ ভেসে চলে গেছে।

স্থানীয়রা আরও জানান, ইউপি চেয়ারম্যানের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ এলাকার মানুষ দ্রুত বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। বাঁধ ভাঙনের খবর মাইকে প্রচারের মাধ্যমে বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App