×

জাতীয়

পূর্ণিমার জোয়ারে জলোচ্ছ্বাসের আভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

পূর্ণিমার জোয়ারে জলোচ্ছ্বাসের আভাস

পূর্ণিমার জোয়ারের কারণে দেশের বেশকিছু উপকূলীয় জেলা ও দ্বীপ এলাকায় জলোচ্ছ্বাসের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরইমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে আকাশ মেঘলাসহ বরিশাল, কক্সবাজার ও মোংলাসহ উপকূলে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ণিমা ও বায়ুচাপের প্রভাবের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় জেলা, দ্বীপ ও চরগুলোতে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

এছাড়াও জোয়ারের পানিতে সুন্দরবনের করমজলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলায় ডুবে গেছে মাছের ঘের।  দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App