×

জাতীয়

ইসিতে অগ্নিকাণ্ডের মহড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

ইসিতে অগ্নিকাণ্ডের মহড়া

ইসিতে অগ্নিকাণ্ডের মহড়া চালায় ফায়ার সির্ভিস।

নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিকাণ্ডের কারণ, অগ্নিকাণ্ড প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে জরুরি বহির্গমনের বিষয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত মহড়া পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম পর্যায়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ সংক্রান্ত একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং অনুষ্ঠানটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App