চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী

আগের সংবাদ

জুরিখ উৎসবে আমন্ত্রিত কামারের ‘অন্যদিন...’

পরের সংবাদ

মুসলিম নির্যাতন

মোদি-শরিফ বৈঠকে আপত্তি পাকিস্তানের

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ , ৮:১৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২ , ৮:১৬ অপরাহ্ণ

উজবেকিস্তানের সামারকান্দ শহরে এ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২২তম সামিট। এতে অন্যান্য দেশের নেতাদের মতো একই ছাদের নিচে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর আগে গুঞ্জন উঠেছিল, সামিটের ফাঁকে বৈঠকে বসতে পারেন মোদি ও শরিফ।

সোমবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তানে দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে মোদি ও শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চাইবে না পাকিস্তান।

সূত্রের বরাত দিয়ে রিপোর্ট বলছে, ভারত অধিকৃত কাশ্মির ও ভারতের মুসলিমদের প্রতি নৃশংস এবং অমানবিক আচরণের কারণে এই অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। তবে দিল্লি অনুরোধ করলে ইসলামাবাদ দুই নেতার বৈঠকের কথা বিবেচনা করতে পারে। দুই নেতার মধ্যে বৈঠক না হওয়ার সম্ভাবনা এখনে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

শেহবাজ শরিফ সামিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়