×

বিনোদন

রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য দেবেন জয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১ পিএম

রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য দেবেন জয়া

জয়া আহসান

রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য দেবেন জয়া

নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে শুরু হয়েছিলো ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। এই ছবি নির্মাণ করেন মাহমুদ দিতার। চিত্রধারণ শুরুর ছয় বছরের মাথায় এবার ছবিটি মুক্তি পাচ্ছে।

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। গতকাল প্রকাশ পেয়েছে ট্রেইলার। দুই মিনিট আট সেকেন্ডের এই ট্রেলারজুড়ে দেখানো হয়েছে সার্কাসকন্যা বিউটির লড়াই ও টিকে থাকার গল্প। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সামনে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। যে শুধু সার্কাসের খেলায় পারদর্শী নয়, রক্তাত্ব এক ইতিহাসের সাক্ষ্য দিতে হাজির হয়েছেন এ গল্পে।

ট্রেইলারের শুরুতে জয়া আহসানের কণ্ঠে শোনা যায়, এই গল্প শুধু আমার না। এটা যদি সত্যিই কোনো গল্প হইতো, অথবা ছোটবেলায় শোনা কোনো রূপকথা হইতো, কতই না মজা হইতো। আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App