×

জাতীয়

মিয়ানমার সীমান্তের ওপারে থামছে না গোলাগুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ওপা‌রে গত শুক্রবার (৯ ‌সেপ্টেম্বর) বিকেল থে‌কে নতুন ক‌রে শুরু হওয়া গোলাগু‌লি এখনও থামেনি।

রবিবার সকাল থেকেই সারাদিন ওই এলাকায় গু‌লির শব্দ শুন‌তে পা‌চ্ছেন স্থানীয়রা।

একজন স্থানীয় সাংবাদিক বলেন, রবিবার সকাল থে‌কে ওপা‌রে গু‌লির শব্দ শোনা যা‌চ্ছে। আমি সীমা‌ন্তের এপা‌রে ক‌য়েক‌টি স্থা‌নে গেছি এবং রো‌হিঙ্গা‌ ও স্থানীয়‌দের সঙ্গে কথা ব‌লে‌ছি। এর আগে ক‌য়েক‌টি গোলা, মর্টার শেল এবং গু‌লি সীমা‌ন্তের এপা‌রে পড়ার পর থে‌কে রো‌হিঙ্গা ও আত‌ঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির শব্দের অভিযোগ তুলে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বান্দরবানের ঘুমধুম ইউনিয়‌নের সীমান্ত পিলার ৩৬-এর বিপরীতে আনুমানিক তিন কিলোমিটার দক্ষিণ-পূ‌র্বে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের বিজিপির‌ সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের কার‌ণে প্রতি‌দিনই গোলাগু‌লি এবং মর্টার শেল বি‌স্ফোর‌ণের শব্দ শোনা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App