×

জাতীয়

বাউফলে কান ধরে ওঠ-বসের ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পিএম

বাউফলে কান ধরে ওঠ-বসের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফলে কয়েকজন কিশোরকে কান ধরে ওঠ-বস করানো হয়। ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে গত ৬ সেপ্টেম্বর উপনির্বাচনের পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের হাতে নৌকার সমর্থকদের মারধর ও ঘরবাড়িতে হামলার তাণ্ডব চলছে এখনও। নির্যাতনের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পায়নি। কিশোর গ্যাংরা প্রতিপক্ষের কিশোরদের কান ধরে ওঠ-বস করাচ্ছে। কান ধরে ওঠ-বসের একটি ভিডিও এখন বাউফলে ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয়েছে। সম্মানহানির ভয়ে এলাকা ছেড়ে যাচ্ছে নৌকার সমর্থকরা।

ভুক্তভোগী প্রথম আলোর উৎপাদন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের পরদিন বিকেলে ছোট ডালিমা ব্রিজের ওপর ফুফাতো ভাই সোহাগকে নিয়ে গল্প করছিলাম। এ সময় স্থানীয় সায়েম, শামিম, রাকিব ও বনি আমিন দলবল নিয়ে এসে হঠাৎ আমাকে কিলঘুষি ও লাথি মারতে থাকে। তারা আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে ৭ হাজার টাকাসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনার পর খবর পেয়ে আমাদের বাউফল প্রতিনিধি আমাকে উদ্ধার করে কালাইয়া হাসপতালে চিকিৎসা করান। ভয়ে ঢাকা চলে আসি আমি।

এদিকে, নিজ তাঁতেরকাঠী গ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়িঘর কুপিয়ে তচনছ করার পর কোথাও অভিযোগ দায়ের না করতে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে দেয়া অভিযোগ উঠিয়ে নিতে চাপ দেয়া হচ্ছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পিছিয়ে নেই কিশোর গ্যাং দলও। তামিম নামের একজনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং রাব্বি, শাওন, রাজ্জাক ও জিসানসহ এক দল কিশোরকে কান ধরে ওঠ বস করিয়েছে। কান ধরে ওঠ বস করার ওই ভিডিও এখন বাউফলে ভাইরাল। জানা গেছে, তামিমের নেতৃত্বে ওই কিশোররা বিদ্রোহী প্রার্থীর সমর্থক এবং যাদেরকে কান ধরে ওঠ-বস করানো হয়েছে, জানা গেছে- নৌকার সমর্থক তারা।

এদিকে, ১০ সেপ্টেম্বর পরাজিত নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল নৌকার বিপক্ষে কাজ করেছেন। তাদের ষড়যন্ত্রেই আমাকে মাত্র ৬৫ ভোটে হারতে হয়েছে। নির্বাচনের পর বিজয়ী বিদ্রোহী প্রার্থী এসএম মহসিনের সমর্থকরা নৌকার সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট, মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের ভয়ে নৌকার সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ভয়ে কেউ থানায় অভিযোগও দিতে পারছেনা। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৭৫ জন আসামী হওয়ায় এলাকা এখন পুরুষশূন্য।

এ সম্পর্কে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংদের ধরতে চলছে অভিযান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App