×

জাতীয়

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরও ৩৬০ রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে এক হাজার ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ২৩৫ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট সাত হাজার ৫৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩ জন মারা গেছেন এবং মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৭৫০ জন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App