×

জাতীয়

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

অভিযুক্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলাম (বামে) ও ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার (ডানে)

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

ল্যাব এ্যাসিস্ট্যান্ট শামীম রেজা

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

অভিযুক্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলাম (বামে), ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার (ইনসেটে)

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে মারধরের চিহ্ন

চুয়াডাঙ্গায় ক্রীড়া শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক

অভিযুক্ত প্রধান শিক্ষক নাহারুল ইসলাম (বামে), ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার (ইনসেটে)

চুয়াডাঙ্গায় কাবাডি খেলাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজাকে পেটানোর অভিযোগ উঠেছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আন্তঃস্কুল ফুটবল ও কাবাডি টুর্নামেন্টে এবছর ভালো মানের খেলা উপহার দিয়েছে বিদ্যালয়টি। ফুটবলে হারলেও কাবাডিতে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এই বিদ্যালয়। খেলোয়াড় ছাত্রদের জন্য পরিধানের নতুন জার্সি চাওয়ায় ক্ষোভে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্কেল দিয়ে বেধড়ক মারধর করেছেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম।

[caption id="attachment_367546" align="aligncenter" width="700"] ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে মারধরের চিহ্ন[/caption]

এর আগে ক্রীড়া শিক্ষককে এসে খেলার মাঠ থেকে কাবাডি খেলোয়াড়দের নিয়ে যাওয়ার কথা বলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। সে সময় পুরনো খরচপাতির কথা তুলে ধরে খেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনীহা প্রকাশ করেন তিনি। পরে তা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তারকে স্টিলের স্কেল দিয়ে মারধর করেন প্রধান শিক্ষক। পরে মারামারি ঠেকাতে গিয়ে শামীম রেজা নামের আরেক শিক্ষক হালকা আঘাত পেয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক নাহারুল ইসলাম বলেন, ক্রীড়া শিক্ষক আমাকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছেন।

ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার বলেন, জার্সি কেনার কথা বলায় তিনি পুরাতন জার্সি দিয়ে খেলানোর কথা বলেন। নতুন জার্সি চাওয়ায় এমন আক্রমণ করেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। তবে বিদ্যালয়ের সকলের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করায় যেন তার অভ্যাসে পরিণত হয়েছে।

প্রধান শিক্ষককে ‘মূর্খ’ আখ্যায়িত করে দোষ স্বীকার করেছেন ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার।

[caption id="attachment_367480" align="aligncenter" width="542"] ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজা[/caption]

এদিকে ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম হোসেনকে মারধরের প্রতিবাদে আগামীকাল সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শ্রেণিকক্ষে পাঠদান বর্জন ঘোষণা করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। এছাড়াও সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলেও জানা গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি খালেকুজ্জামান মাস্টার বলেন, আমি ঘটনার পরে স্কুলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। আগামীকাল সোমবার খেলা আছে। খেলা শেষে স্থানীয় চেয়ারম্যানসহ আমরা বসে বিষয়টির সমাধান করার চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App