×

খেলা

শ্রীলংকা ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ পিএম

শ্রীলংকা ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ এখন ফাইনালের মঞ্চ তৈরি করতে প্রস্তুত। রবিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। কোন দল এশিয়া কাপ শিরোপা ঘরে তুলবে সেটা নিয়ে আলোচনা শুরু ম্যাচের ২৪ ঘণ্টা আগেই।

রবিবার রাতে দুবাইয়ের মাঠে মিলবে ফলাফল। পরিসংখ্যান বলছে, এশিয়া কাপের জয়ের পাল্লা ভারী শ্রীলংকার। কিন্তু সবমিলিয়ে আবার পাকিস্তান এগিয়ে। তবে সুপার ফোরে শ্রীলংকার কাছে হেরে ব্যাকফুটে পাকিস্তান। শুক্রবারের ম্যাচে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা।

ফাইনালের আগে ব্যাটারদের রান না পাওয়া দুশ্চিন্তায় ফেলেছে অধিনায়ক বাবর আজমকে। এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারতে বসেছিল পাকিস্তান। শেষ ওভারে পেসার নাসিম শাহের দুই ছক্কায় রক্ষা পায় তারা। নিশ্চিত করে ফাইনাল।

এদিকে শুক্রবারের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে শ্রীলংকাও। চারিথ আসালাঙ্কা এবং আসিথা ফার্নান্দোকে বসিয়ে ধনঞ্জয়া ডি সিলভা এবং তরুণ প্রমোদ মাদুশানকে একাদশে সুযোগ দেয় লঙ্কান টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি অভিষেক ঘটে প্রমোদ মাদুশানের। দুটি উইকেট শিকার করেছেন তিনি। তাই ফাইনালে তাকে দেখা যেতে পারে দলে।

দুই দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App