×

জাতীয়

ঢাকায় হবে ‘ইন্টারপা সম্মেলন’ অংশ নিবে ৪৫ দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩ এএম

ঢাকায় হবে ‘ইন্টারপা সম্মেলন’ অংশ নিবে ৪৫ দেশ

ইন্টারপা। লোগো

বাংলাদেশসহ ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১১তম ইন্টারপা সম্মেলন’। আগামী সোমবার থেকে তিন দিনব্যাপি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এটি। ‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম বার্ষিক ইন্টারপা সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনুষ্ঠানের শেষ দিনে আগামী বুধবার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমি বা প্রতিষ্ঠান এই ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে। বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই ইন্টারপা সম্মেলন। এর কার্যক্রম তুরস্ক থেকে পরিচালিত হয়। ইন্টারপা প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে তুরস্কে। বাংলাদেশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় এ বছর (২০২২ সাল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এরইমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই সম্মেলন পুলিশের কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে।

সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে। এ সময় পুলিশিং কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং কাজে গতিশীলতা আনার বিষয়েও আলোচনা হবে।

সূত্র আরো জানায়, সম্মেলনে অংশ নেয়া দেশগুলো আগামী মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। বুধবার কনফারেন্সের শেষ দিন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ। সেদিন কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে। যেখানে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ অ্যাকাডেমির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App