×

জাতীয়

করোনা শনাক্ত কমেছে, মৃত্যু একজনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার আট দশমিক ৬২ শতাংশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় দুই হাজার ৫৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৬২ ভাগ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।

শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান। একই সময়ে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়। এতে শুক্রবারের চেয়ে করোনা শনাক্ত কমেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩২ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App