পর্দা নামল ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

পরের সংবাদ

সাতক্ষীরায় বিএনপির সমাবেশ, জেলা যুগ্ম-আহ্বায়কসহ আটক ৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১০:১৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১০:১৬ অপরাহ্ণ

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর থেকে সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) তাদের আটক করা হয় বলে জানা যায়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তারিকুল হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মীর শাহীনুর।

জানা গেছে, দলীয় কর্মসূচি শেষে বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ দিদারুল ইসলামের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান বলেন, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়