পোলিও সংক্রমণ: নিউইয়র্কে জরুরি অবস্থা

আগের সংবাদ

বাবুল আক্তার অত্যন্ত চতুর: স্বরাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

মেহেরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:১৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:১৪ অপরাহ্ণ

মেহেরপুরে চালক জামান হোসেনকে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম মেহেরপুর শহরের ময়ামারি গ্রামের আব্দুল লতিফের।

গত বৃহস্পতিবার বিকেলে শহরের একটি লিচু বাগান থেকে উদ্ধার করা হয় জামানের মরদেহ। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে তিনি। শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রামে বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শহিদুলকে। এ সময় জামালকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে তাকে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়