×

আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন চার্লস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ পিএম

আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন চার্লস

ব্রিটেনের রাজা চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ পুত্র তৃতীয় চার্লসকে ব্রিটিশ রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে সবাই তাকে চার্লস ফিলিপ আর্থার জর্জ উপাধিতে চিনবে। খবর বিবিসি, সিএনএনের।

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে রাজা ঘোষণা করা হয়। সেখানে রাজপরিবারের সদস্য ও সংশ্লিষ্ট অন্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশটির নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। চার্লসকে রাজা ঘোষণার পরবর্তীতে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা উল্লেখ করেছেন তিনি।

সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী (কুইন কনসর্ট) ক্যামিলা পার্কার। ভাষণে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন চার্লস। নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App