×

সাহিত্য

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে জাতীয় কাউন্সিলে বাছাই করা নতুন নেতৃবৃন্দ। ছবি: ভোরের কাগজ

দীর্ঘ প্রায় আট বছর পর নতুন কমিটি পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহকাম উল্লাহ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে বিকালে জাতীয় কাউন্সিলে নতুন এই নেতৃত্ব বাছাই করা হয়েছে। এদিন সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে উপদেষ্টা পরিষদে রয়েছেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সারা যাকের, লায়লা হাসান।

সিনিয়র সহ-সভাপতি ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি হিসেবে রয়েছেন লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ, মিজানুর রহমান। সহ-সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ, অর্থ সম্পাদক আক্তারুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক মানজার চৌধুরী সুইট, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম, প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি, প্রকাশনা সম্পাদক ইকবাল খোরশেদ জাফর।

তারিক সুজাত, ড. নিগার চৌধুরী, ড. শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, অভিনেতা ফেরদৌস আহমেদ, ফকির সিরাজ, আরিফ রহমান, বুলবুল ইসলাম, অনন্ত হীরা, এম এ আজাদ, মনজুর আলম সিদ্দিকী, শাজনেওয়াজ, ত্রপা মজুমদার, প্রিয়াংকা গোপ, সঙ্গীতা ইমাম, হাসান আবিদুর রেজা জুয়েল, আহসান হাবিব নাসিম, নাসিরুল হক খোকন, ড. বিশ্বজিৎ রায়, আক্তার-উজ-জামান কিরণ, ফয়জুল্লাহ সাঈদ, ঝর্ণা আলমগীর, আনিসা জামান চাঁপা, ড. সোলায়মান কবির, আহসান উল্লাহ তমাল, লিলি ইসলাম, রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তনিমা হামিদ, মাহবুব রিয়াজ, আবুল ফারাহ পলাশ, মাসুদুজ্জামান, শামসুজ্জামান বাবু, অনন্যা লাবনী পুতুল, রওনক হাসান, নবীন কিশোর গৌতম, হানিফ খান, ওয়ার্দা রিহ্যাব, নাঈম হাসান সুজা, এইচ আর অনিক, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, রওশন আরা রুশনী, নাজনিন হাসান চুমকি, বিজন চন্দ্র মিস্ত্রি, চৈতালী চৈতী, শহীদুল ইসলাম নাজু, তারেক আলী মিলন, শাহীন আহমেদ, অনিকেত রাজেশ, আবিদা রহমান সেতু, ফারজানা মালিক নিম্মি, ফারহিন খান জয়িতা, এনায়েত করিম বাবলু, হৃদি হক, আতিকুর রহমান উজ্জ্বল, এষা ইউসুফ, জি এম মোর্শেদ, নিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, কাজী মিজানুর রহমান, মীর জাহিদ হাসান, শেখ শাফায়েতুর রহমান, এফ এম শাহীন, কিরীটি রঞ্জন বিশ্বাস, শামিমা তুষ্টি, মনিরুল ইসলাম, শাহ আলম সিকদার জয়, উর্মীলা শ্রাবন্তী কর, এহসানুল আজিজ বাবু, ফয়জুল আলম পাপ্পু, ঠান্ডু রায়হান,

নাজমুল হাসান পাখী (চট্টগ্রাম বিভাগ), বিপ্লব প্রসাদ (রংপুর বিভাগ), সুকুমার দাস (খুলনা বিভাগ), আমিনুর রহমান ফরিদ (ঢাকা বিভাগ), কামসুল আলম সেলিম (সিলেট বিভাগ), আজমল হোসেন লাবু (বরিশাল বিভাগ), দিলীপ কুমার ঘোষ (রাজশাহী বিভাগ), গোলাম মোস্তফা (ইংল্যান্ড), আহমেদ হোসেন (কানাডা), মাহতাব সোহেল (যুক্তরাষ্ট্র), শামসুল হুদা সেলিম (কানাডা), মিথুন আহমেদ (যুক্তরাষ্ট্র)

সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ স্লোগান নিয়ে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে। এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক হিসেবে আহকাম উল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App