×

আন্তর্জাতিক

প্রথমবার বাকিংহাম প্যালেসে চার্লস-ক্যামিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২ পিএম

প্রথমবার বাকিংহাম প্যালেসে চার্লস-ক্যামিলা

ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বের প্রচীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ৭০ বছরের রাজত্বের ইতি টেনে ৯৬ বছর বয়সে মারা গেছেন তিনি। রাজত্বকালে তার হাত ধরে নিয়োগ পেয়েছে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রী। রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজ পরিবারের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস।

প্রিন্স চার্লস 'রাজা তৃতীয় চার্লস' উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন তিনি। বর্তমানে প্রিন্স চার্লসের বয়স ৭৩।

বিবিস জানায়, ইতোমধ্যেই স্কটল্যান্ডের এবারডিনের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে এসে উপস্থিত হয়েছেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহামে রাজা হিসেবে নিজের প্রথম ভাষণ দেবেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এদিন দুপুরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App