×

খেলা

ইউএস ওপেন: সেমিফাইনালে সোয়াটেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮ এএম

ইউএস ওপেন: সেমিফাইনালে সোয়াটেক

জেসিকা পেগুলা

ইউএস ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন পোলিশ তারকা ইগা সোয়াটেক। অন্যদিকে পুরুষ এককের শেষ আটের লড়াইয়ে ইতালির জনিক সিনারকে ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৭ (০-৭), ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছেন স্পেনের কার্লোস আলকারাজ।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে গতকাল প্রথম সেটে ৬-৩ ব্যবধানে দারুণ জয় তুলে নেন সোয়াটেক। কিন্তু দ্বিতীয় সেটে প্রতিপক্ষ আট নম্বর বাছাই জেসিকা পেগুলার চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। এই সেট জিততে বেশ বেগ পেতে হয় তাকে। বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলেন তিনি। ৭-৬ ব্যবধানের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৭-৪ ব্যবধানের জয় নিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেন দুটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা সোয়াটেক। জয়ের পর ২১ বছর বয়সী এই তারকা হাত থেকে র‌্যাকেট ফেলে এবং হাত মুষ্টিবদ্ধ করে হুংকার দেন।

তার দারুণ জয়ে নিশ্চিত হয়ে যায় টুর্নামেন্ট শেষেও মেয়েদের র‌্যাংকিংয়ের শীর্ষেই থাকবেন তিনি। এছাড়া ইউএস ওপেনের নারী এককের ট্রফি যেই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পাবে প্রতিযোগিতাটি। সোয়াটেক ছাড়া সেমিফাইনালে ওঠা চারজনের কারোরই গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা নেই। এ পর্যন্ত দুটি ফরাসি ওপেন জেতা সোয়াটেক দ্বিতীয়টি জিতেছেন গত জুনে। বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে এগিয়ে চলা তারকা সেমিফাইনালে লড়বেন আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। গতবারের সেমিফাইনালিস্ট বেলারুশের এই খেলোয়াড় কোর্টে নামবেন প্রথম মেজর জয়ের মিশনে। এর আগে কখনোই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠতে পারেননি সাবালেঙ্কা। সেমিফাইনালের আরেক ম্যাচে লড়বেন তিউনিশিয়ার ওন্স জাবেউর ও কাহোলিন গার্সিয়া।

এর আগে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচকে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিলেন তিউনিশিয়ার টেনিসার ওন্স জাবেউর। আফ্রিকার প্রথম নারী হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি।

যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে সহজ জয় পায় জাবেউর। ৬-৪ গেমে প্রথম সেট জেতার পর হাড্ডাহাড্ডি লড়াই হয় দ্বিতীয় সেটে। জাবেউর ৭-৬ ব্যবধানে থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে আজলা টমলজানোভিচকে ৭-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেন এই তিউনিশিয়ান। এর আগে উইম্বলডন টেনিসের ফাইনালে উঠেছিলেন তিনি। ওপেন যুগে আফ্রিকার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে এবার ওঠেন যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে উঠেছিলেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে গার্সিয়ার সামনে দাঁড়াতেই পারেননি গফ। প্রথম সেট ৬-৩ গেমে হারেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়েও শেষ পর্যন্ত ৬-৪ গেমে হেরে বসেন গফ। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন ক্যারোলিন গার্সিয়া। এর আগে চীনের ঝাং শুয়াইকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন কোকো গফ।

অন্যদিকে ইউএস ওপেনের পুরুষ এককের শেষ আটের লড়াইয়ে ইতালির জনিক সিনারকে ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৭ (০-৭), ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছেন স্পেনের কার্লোস আলকারাজ। যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে সহজ জয় পায় আলকারাজ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জনিক সিনার। এই সেটে ৬-৭ ব্যবধানে তিনি এগিয়ে থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৭-৯ ব্যবধানে আলকারাজকে হারিয়ে দেন তিনি। তৃতীয় সেটেও হারের দেখা পান আলকারেজ। ৬-৭ ব্যবধানের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে সিনারের সামনে দাঁড়াতেই পারেননি আলকারেজ। এই সেটে তিনি হারেন ০-৭ গেমের ব্যবধানে। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান আলকারেজ, জিতে নেন ৭-৫ ব্যবধানে।

সমতায় গেলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। এই সেটেও ৬-৩ গেমে জয় পায় আলকারেজ। ফলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলা নিশ্চিত করেন টেনিস র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা স্প্যানিশ এই তারকা। প্রতিযোগিতার সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোর বিপক্ষে লড়বেন তিনি। এর আগে পুরুষ এককের শেষ ষোলের ম্যাচে টেনিস র‌্যাংকিংয়ের দুই নম্বর তারকা নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিলেন ২৬ নম্বরে থাকা টিয়াফো। আরেক সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভের প্রতিপক্ষ নরওয়ের ক্যাসপার রুড। এর আগে পুরুষ এককের শেষ আটের লড়াইয়ে নিক কিরিওসকে ৭-৫, ৪-৬, ৭-৫, ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিলেন খাচানভ। অন্যদিকে ম্যাটিও বেরেটিনিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন প্রতিযোগিতার পঞ্চম বাছাই ক্যাসপার রুড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App