×

খেলা

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় দুই ক্লাবকে শাস্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় দুই ক্লাবকে শাস্তি

ছবি: সংগৃহীত

উত্তর বারিধারা ক্লাব ও চ্যাম্পিয়নশিপ লিগের দল কারওয়ানবাজার প্রগতি সংঘকে বড় শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন, অনলাইন বেটিংয়ে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ায় ক্লাব দুটির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয় ফুটবল ফেডারেশন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বারিধারা ক্লাবকে দুই ধাপ নিচে অর্থাৎ দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয়া হয়েছে। দলটিকে সেখানে থাকতে হবে দুই বছর। সেই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্লাবটির পাঁচ খেলোয়াড়-সাইফুল ইসলাম, আরিফ খান জয়, ফজিলভ, রাশেদ হোসেন ও সাইদ মোহামেদকে।

দুই বছরের জন্য কারওয়ানবাজার প্রগতি সংঘকে দুই ধাপ নিচে অর্থাৎ তৃতীয় বিভাগে নামিয়ে দেয়া হয়েছে। এই ক্লাবকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লাবটির ছয় খেলোয়াড়কে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন কর্মকর্তা । এছাড়া ফুটবলে আজীবন নিষিদ্ধ থাকবেন সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলের ম্যানেজার ইস্কাটন মীর্জা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App