×

সারাদেশ

যাত্রীবাহী বাস-পিকাপ মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

যাত্রীবাহী বাস-পিকাপ মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকাপ মুখোমুখি সংঘর্ষ। ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকাপ মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা ভোরের কাগজকে বলেন, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরাগামী মাছবাহী একটি দ্রুতগামী পিকআপের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫/২০ জন ব্যক্তি আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App