×

জাতীয়

মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮ পিএম

মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা
মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা

মেট্রোরেল। ফাইল ছবি

এবার মেট্রোরেলে পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংস্থাটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ডিসেম্বরে মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সেই উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর ১১, মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১১ নম্বর থেকে দিয়াবাড়ির ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর ১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা।

ডিটিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিয়াবাড়ি থেকে মতিঝিল ও কমলাপুরের ভাড়া ১০০ টাকা। টিএসসি ও সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। কাওরানবাজার ও শাহবাগের ভাড়া ৮০ টাকা। ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। আগারগাঁওয়ের মতো বিজয়স্মরনীরও ভাড়া ৬০ টাকা।

সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব ও ভাড়া নির্ধারণ কমিটির সদ্য সাবেক সভাপতি নীলিমা আখতার বলেন, ২০ টাকায় দুই থেকে তিনটি স্টেশন ভ্রমণ করা যাবে। একজন যাত্রী মিরপুর ১০ নম্বর স্টেশন থেকে ২০ টাকায় আগারগাঁও পর্যন্ত যেতে পারবেন। মিরপুর ১০ এবং আগারগাঁওয়ের মধ্যবর্তী শেওড়াপাড়া বা কাজীপাড়ায় নামলেও ২০ টাকা ভাড়া দিতে হবে। আবার দিয়াবাড়ি থেকে ২০ টাকায় উত্তরা সেন্টার ও সাউথ স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। যেখানে দূরত্ব কম, যেখানে ২০ টাকায় তিনটি স্টেশন এবং যেখানে দূরত্ব বেশি সেখানে দুটি স্টেশন ভ্রমণ করা যাবে।

তবে স্টেশনে টিকিট কেনার সুযোগ রাখলেও স্মার্ট কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। মেট্রোরেলের নির্মাণকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম,এ,এন, ছিদ্দিক বলেন, নভেম্বর থেকে স্মার্ট কার্ড পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

ডিটিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্ট কার্ডে ভ্রমণ করলে ভাড়ায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক একেএম হাফিজুর রহমান বলেন, মেট্রোরেল আইনে ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির প্রয়োজন নেই। আইনের ১৯ ধারার বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে। মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এটিই কার্যকর হবে।

বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন---

metrorail-vara-631a106a282bf

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App