×

খেলা

কোহলির প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

কোহলির প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে ৫৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি

বিরাট কোহলির ক্যারিয়ারে ১৫ তম এশিয়া কাপ অন্যতম স্মরণীয় এক টুর্নামেন্ট। হারানো ছন্দ ফিরে পাওয়ার এ টুর্নামেন্টে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে। ১০২ টেস্টে ২৭ সেঞ্চুরি এবং ২৬২ ওয়ানডে ম্যাচে ৪৩ সেঞ্চুরির মালিক কোহলি দুবাইয়ে সুপার ফোরে ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। আফগানদের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরির দেখা পান কোহলি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্ব) আফগানিস্তানকে ২১৩ রানের টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে কে এল রাহুল ৬১, সূর্যকুমার যাদব ৬, বিরাট কোহলি ৬১ বলে ১২২ ও ঋষভ পন্ত ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে ফরিদ আহমদ মালিক ২ উইকেট লাভ করেন।

দুই দল আগেই টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ায় এই ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। গুরুত্বহীন বলে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে নেতৃত্বভার বর্তেছে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের ঘাড়ে। পরিবর্তন আনা হয়েছে আরও দুটি। হার্দিক পান্ডিয়া এবং যুবেন্দ্র চাহালকে বিশ্রাম দেয়া হয়েছে এই ম্যাচে। পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছে দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল এবং দিপক চাহার। অন্যদিকে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান।

আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। সবগুলোতেই জয়ী হয়েছে ভারত। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানদের ৬৬ রানে হারিয়েছিল ভারত। এশিয়া কাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। তার মধ্যে একটিতে জয় ভারতের, আরেকটি ম্যাচ হয়েছিল ড্র। ২০১৮ সালের এশিয়া কাপে দুবাইতে ড্র হয়েছিলো দুদলের ম্যাচটি। এবারের এশিয়া কাপে দুই দলই দারুণ সূচনা করেছিলো। গ্রুপ পর্বে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে সুপার ফোরে। অন্যদিকে আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু দুই দলই সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে যায়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে অনেকটায় ছিটকে যায়। আর আফগানিস্তান প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে হেরে নিজেদের সঙ্গে ভারতের বিদায়ও নিশ্চিত করে।

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার কে এল রাহুল ও ভিরাট কোহলি। পাওয়ার প্লেতে দুজনের ব্যাটে উঠে ৫২ রান। মুজিব উর রহমানের করা ষষ্ঠ ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৫ রানেন কোহলি। তিনি ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ ও রাহুল ৪ চারে ২০ বলে ২৬ রান করেন পাওয়ার প্লেতে। দলীয় ৯৫ রানে নিজের ৩৩তম অর্ধ-শতক পূর্ণ করেন কোহলি। দলীয় ১১৯ রানে কে এল রাহুল আউট হলে দুজনের জুটি ভাঙে। আউট হওয়ার আগে রাহুল খেলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। দলের খাতায় ৬ রান যোগ করতেই দ্বিতীয় উইকেটের পতন হয় ভারতের। ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফিরেন সূর্যকুমার যাদব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App