×

আন্তর্জাতিক

কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ এএম

কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কানাডায় ছুরি হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মারা যাওয়া ওই সন্দেহভাজনের নাম মাইলস স্যান্ডারসন। এর আগে কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ছেড়ে দেয়ার আবেদন করেন তাদের মা-বাবা। আবেদনপত্রে তারা বলেন, আমরা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। তাদেরকে ছেড়ে দিন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাসকাচুয়ান প্রদেশেরই রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে মাইলস স্যান্ডারসন নামের ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডারসন এক বাড়ির বাইরে থেকে একটি গাড়ি চুরি করেছেন বলে খবর পেয়েছিলেন তারা। ওই গাড়ি নিয়ে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতি তুলে পালানোর চেষ্টা করছিলেন স্যান্ডারসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App