×

জাতীয়

এবার বাড়ল মাছের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

এবার বাড়ল মাছের দাম

ছবি: সংগৃহীত

নিত‍্যপণ‍্যের ঊর্ধ্বমূল‍্যে বিপাকে পড়েছে নিম্ন ও মধ‍্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির তালিকায় এবার যুক্ত হলো মাছ।

পাল্লা দিয়ে বেড়েছে প্রাণিজ আমিষের অন্যতম যোগানদার তেলাপিয়া ও পাঙাশের দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে তেলাপিয়া বিত্রিু হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। ক'দিন আগেও যা ছিলো ১৩০ থেকে ১৪০ টাকা।

দাম বেড়েছে পাঙ্গাস মাছেরও। সর্বোচ্চ ১৫০ টাকা দামের পাঙ্গাস এখন মিলছে না ২'শ টাকাতেও। ক্রেতারা জানান, মাছের দাম তুলনামূলক এখন একটু বেশি। আগের ১৫০ টাকার তেলাপিয়া এখন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

অস্বাভাবিক দাম বৃদ্ধিতে পরিবহন খরচ ও মাছের খাদ্যের বাড়তি দামকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের দাবি, দফায় দফায় ডিজেলের দাম বৃদ্ধির ফলে বেড়েছে পরিবহন খরচ। যার প্রভাব পড়েছে মাছের বাজারে।

এদিকে মাছের বাজার অস্থির হওয়ার পেছনে মৎস্য খাদ্যের কাঁচামালের অস্বাভাবিক দাম বৃদ্ধিকে দুষলেন ফিড ব্যবসায়ীরা।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক জানান, মৎস্য খাদ্যের দাম বৃদ্ধির জন্য ডলারের উচ্চমূল্য দায়ী। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে এ খাতে।

গত বছর অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে উৎপাদিত তেলাপিয়ার পরিমাণ তিন লাখ নয় হাজার টন আর পাঙ্গাস চার লাখ তিন হাজার টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App