×

আন্তর্জাতিক

আসছে ম্যালেরিয়ার নতুন টিকা, মরবে না শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

আসছে ম্যালেরিয়ার নতুন টিকা, মরবে না শিশু

ছবি: সংগৃহীত

ম্যালেরিয়া প্রতিরোধী নতুন এক যুগান্তকারী টিকা তৈরির দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। টিকাটি ইতোমধ্যে ম্যালেরিয়া পরজীবী প্লাসমোডিয়ামের বিরুদ্ধে ৮০ শতাংশ সুরক্ষা দিতে পারছে বলে বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ম্যালেরিয়া নো মোরের মতে, বিশ্বে এখন থেকে ম্যালেরিয়ায় আর কোনো শিশুর মৃত্যু হবে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, টিকাটি হবে খুব সহজলভ্য। বছরে ১০ কোটি ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট বছরে ম্যালেরিয়ার ১০ কোটি টিকা তৈরিতে প্রস্তুত রয়েছে।

এক শতকেরও বেশি সময় লেগেছে ম্যালেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম এমন একটি টিকা তৈরিতে। গত বছর ওষুধ কোম্পানি জিএসকে ম্যালেরিয়ার প্রথম টিকা তৈরি করে, যা আফ্রিকায় ব্যবহার করা হয়েছিল। যদিও অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, তাদের টিকা জিএসকের টিকার চেয়ে বেশি কার্যকর এবং তা বড় পরিসরে উৎপাদন সক্ষম।

মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, অক্সফোর্ডের বিজ্ঞানীরা আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ৪০৯ শিশুর ওপর তাদের টিকার ট্রায়াল চালিয়েছেন। ট্রায়ালে দেখা গেছে, তিন ডোজ টিকা দেয়ার এক বছর পরেও ওই শিশুরা ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা পাচ্ছে।

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে বছরে চার লাখের বেশি মানুষ মারা যায়, যাদের মধ্যে অধিকাংশই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবীর সৃষ্ট রোগ। এটি কেবল সংক্রমিত স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়ে হয়। এখন পর্যন্ত ৬০-এর অধিক প্রজাতির ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার সম্ভব হয়েছে। সেগুলোর মধ্যে চারটি প্রজাতি মানুষের ম্যালেরিয়ার জন্য দায়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App