×

সারাদেশ

আত্রাইয়ে পাটের দাম বৃদ্ধি, কৃষকের মুখে হাসির ঝিলিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭ পিএম

আত্রাইয়ে পাটের দাম বৃদ্ধি, কৃষকের মুখে হাসির ঝিলিক

আত্রাই উপজেলার আহসানগঞ্জ পাটের হাট। ছবি: ভোরের কাগজ

নওগাঁর আত্রাইয়ে পাটের দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাঁসির ঝিলিক। প্রতি বছরের মতো এবারও উপজেলার উৎপাদিত পাট রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি প্রধান এ দেশে এক সময়ের প্রধান অর্থকরী ফসল পাট চাষে কৃষক দুরবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে আত্রাইয়ে সোনালী আঁশের দিন ফিরে আসতে শুরু করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ করা হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, সময় মত পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিচ্ছে কৃষকেরা। পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। আবার কোথাও কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। অনেক স্থানে কৃষক খরচ বাঁচাতে রিবোন রেটিং পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করলেও কৃষকরা তাতে আগ্রহী নয়।

উপজেলার সবচেয়ে বড় আহসানগঞ্জ হাটে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো মানের পাটের মূল্য তিনহাজার ২’শ টাকা মণ ও নিম্ন মানের পাটের মূল্য ২৫’শ থেকে ২৮‘শ টাকা মন দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে পাট চাষিদের মাঝে এখন চাষের আগ্রহ বাড়ছে।

উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক শুটুক সরদার জানান, এবার পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম পাটও ভালো হয়েছে এবং অন্য বছরের তুলনায় দাম বেশি হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App