×

আন্তর্জাতিক

শি জিংপিংয়ের সঙ্গে দেখা করছেন পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

শি জিংপিংয়ের সঙ্গে দেখা করছেন পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে উজবেকিস্তানে দেখা করতে যাচ্ছেন। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো স্বশরীরে সাক্ষাত করবেন পুতিন-জিংপিং। সাংহাই কো-অপারেশন সামিটে মুখোমুখি হবেন তারা। খবর আল জাজিরার।

বুধবার (৭ সেপ্টেম্বর) চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি দেনিসোভ রাশিয়ার গণমাধ্যম টাস নিউজের কাছে পুতিন-জিংপিংয়ের বৈঠকের বিষয়টি জানান।

করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের কারণে বিদেশ সফর স্থগিত রেখেছিলেন তিনি।

করোনা মহামারী পরবর্তী সময়ে প্রথম বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শি জিংপিংয়ের বৈঠকের বিষয়টি ইঙ্গিত করছে- রুশ প্রেসিডেন্টকে কতটা গুরুত্ব দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট।

ইউক্রেনে রাশিয়া হামলা করার আগে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে চীনে যান প্রেসিডেন্ট পুতিন। সেখানে দুই নেতা ঘোষণা দেন চীন-রাশিয়ার বন্ধুত্ব হবে সীমাহীন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App