×

আন্তর্জাতিক

পাকিস্তানে আরও ভয়াবহ বন্যা হবে: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫ এএম

পাকিস্তানে আরও ভয়াবহ বন্যা হবে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মহাপ্লাবনরূপী বন্যার তাণ্ডব চলছে পাকিস্তানে। এর মধ্যেই জাতিসংঘের কাছ থেকে এলো শঙ্কার বার্তা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সংস্থাটি সতর্ক করে এসব জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বন্যা বিধ্বস্ত পাকিস্তানে মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিতে পারে। খবর সিএনবিসির।

বন্যার কারণে পাকিস্তানে তিন কোটি ৩০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটিতে অন্তত এক হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে শত শত বাড়িঘর, রাস্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সড়ক ও সেতু।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৪৬০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র। এর মধ্যে পুরোপুরি ধ্বংস হয়েছে ৪৩২টি। এগুলোর বেশিরভাগই সিন্ধু প্রদেশের।

এদিকে, বন্যাকবলিত পাকিস্তানকে সাহায্য করতে ডব্লিউএইচও ও তার সহযোগীসহ দেশটিতে চার হাজার ৫০০ এর বেশি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস এবং চিকুনগুনিয়ার জন্য দুই লাখ ৩০ হাজারের বেশি র‍্যাপিড টেস্ট বিতরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App