×

সারাদেশ

ধর্ষণ মামলায় পুঠিয়ার পৌর মেয়র গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ পিএম

ধর্ষণ মামলায় পুঠিয়ার পৌর মেয়র গ্রেপ্তার

পুঠিয়া পৌর মেয়র আল মামুন

রাজশাহীর পুঠিয়া পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলার সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আমাদের সোর্স বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতায় সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

এর আগে পুঠিয়া উপজেলার সদরের রাজশাহী কলেজের এক শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সময় থেকে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একধিকবার ধর্ষণ করেন।

পৌর মেয়র আল মামুনের পরিবারের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী বলেন, আল মামুন খানের বিরুদ্ধে রোববার রাতে এক নারী (২৪) ধর্ষণের অভিযোগ দেন। সোমবার সেটি নথিভুক্ত হয়। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App