×

খেলা

রোহিতের ব্যাটে লড়াকু পুঁজি পেল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

রোহিতের ব্যাটে লড়াকু পুঁজি পেল ভারত

এশিয়া কাপের সুপার ফোরে মঙ্গলবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ছবি: ক্রিক ইনফো

রোহিতের ব্যাটে লড়াকু পুঁজি পেল ভারত

মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলি শূন্য রানে আউট হলেও ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা

রোহিতের ব্যাটে লড়াকু পুঁজি পেল ভারত

এশিয়া কাপের সুপার ফোরে মঙ্গলবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা

রোহিতের ব্যাটে লড়াকু পুঁজি পেল ভারত

এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে রোহিতরা সংগ্রহ করেছে ১৭৩ রান। ভারতের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা।

এছাড়া সূর্যকুমার যাদব ৩৪, কে এল রাহুল ৬, হার্দিক পান্ডিয়া ১৭, ঋষভ পন্ত ১৭, দীপক হুদা তিনরান করেন। লঙ্কান বোলারদের মধ্যে দিলশান মাধুশঙ্কা ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। দাসুন শানাকা ২৬ রানে এবং চামিকা করুনারত্নে প্রত্যেকে দুইটি করে উইকেট লাভ করেন। মাহেশ থিকসেনা অপর উইকেট তুলে নেন।

[caption id="attachment_366372" align="aligncenter" width="700"] আগের দুই ম্যাচে ফিফটি করা কোহলি ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই।[/caption]

এ ম্যাচ জিতলে ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে ভারতের। আর হেরে গেলে ফাইনাল খেলার সুযোগ অনেকাংশেই শেষ হয়ে যাবে রোহিত শর্মা বাহিনীর। অন্যদিকে ভারতকে হারাতে পারলে ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হবে যাবে শ্রীলঙ্কাার। এ ম্যাচে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। রবি বিষ্ণুর বদলে একাদশে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার মিডল অর্ডারে আছেন তিন বাঁহাতি, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা আর দাসুন শানাকা। তিন বাঁহাতির বিপক্ষে ডানহাতি অফ স্পিনার খেলানোর কৌশলটা মূলত কাজে লাগায় ভারত। অন্যদিকে শ্রীলঙ্কার দলে নেই কোনো পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিল, সেই একাদশই মাঠে নামিয়েছে তারা।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শানাকার এই সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন লঙ্কান বোলাররা। ১৩ রান তুলতেই দুই উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে ৬ রানে এলবিডব্লিউ হন লোকেশ রাহুল। রিভিউ করেও তিনি রক্ষা করতে পারেননি নিজের উইকেটটা। পরের ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন কোহলি। তার করা লেন্থ বলটাকে মিড উইকেট দিয়ে আছড়ে ফেলতে চেয়েছিলেন বাউন্ডারিতে, তবে কোহলি পুরোপুরি মিস করেন বলটা। ফলে বল গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। আগের দুই ম্যাচে ফিফটি করা কোহলি ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই।

এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে রোহিতের জুটি ভারতকে এগিয়ে নেয়। নবম ওভারেই অবশ্য ফিরতে পারতেন রোহিত। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এক্সট্রা কভারে হাঁকাতে গেলে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে যান শানাকা। কিন্তু এক হাতে বল পেলেও লঙ্কান অধিনায়ক কঠিন সে ক্যাচ রাখতে পারেননি। ব্যক্তিগত ৪১ রানে বেঁচে যান রোহিত। ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ৪১ বলে ৭২ রান করে রোহিত আউট হলে দলীয় ১১০ রানে দুজনের জুটি ভাঙ্গে। দলের খাতায় নয় রান যোগ করতেই সাজঘরে ফিরেন সূর্যকুমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App