×

জাতীয়

দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

ফাইল ছবি

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এতে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়।

তবে অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে বলে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে ৷ ত্রুটির কারণ ও স্থান এখনও চিহ্নিত হয়নি।

এদিকে, ঘটনা তদন্তে পিজিসিবির প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুইদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App