×

জাতীয়

আকাশবীণার টয়লেটে মিললো সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

আকাশবীণার টয়লেটে মিললো সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

আকাশবীণা থেকে স্বর্ণ উদ্ধারের পর কাস্টমস গোয়েন্দারা। ছবি: ভোরের কাগজ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশবীণা বিমান থেকে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিজি-১২৮ ফাইট (আকাশবীণা) থেকে স্বর্ণগুলো উদ্ধার করে কাস্টমস গোয়েন্দারা। এ ঘটনায় কাস্টমস আইনে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম-মহাপরিচালক আরেফিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত আকাশবীণা বিমানটিতে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে। পরে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম এবং বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App