×

খেলা

ভারত-পাকিস্তান মহারণে থাকছেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

ভারত-পাকিস্তান মহারণে থাকছেন যারা

সুপার ফোরে ভারত-পাকিস্তান মুখোমুখি। ছবি: ক্রিকইনফো

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। এশিয়া কাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে খেলছে এটা জানার পর পরই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে আসে বিষয়টি। তবে দু’দলই এবার ফর্মে থেকেই সুপার ফোরে উঠেছে। তাই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি যে চরম হাড্ডাহাড্ডি হবে তা বলাইবাহুল্য।

আজ রোববার মাঠে নামছে এই দুই হেভিওয়েট ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলই সুপার ফোরে জায়গা করে নেয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি ‘ভারত-পাকিস্তান মহারণ’ দেখার ‘বিরল’ সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব।

কেমন হবে ম্যাচটি? কে হাসবে শেষ হাসি? কাদের নিয়ে সাজানো হবে হাই-ভোল্টেজ এ ম্যাচটির একাদশ?

সেটির একটি ধারণা দেয়ার চেষ্টা করেছে ক্রিকইনফো। তারা জানিয়েছে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে।

ক্রিকইনফো বলছে, ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া। আর ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি ঋসভ পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন।

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন। তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋসভ পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল। তাও শেষ ওভারে গিয়ে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রোমাঞ্চে ঠাসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App