×

খেলা

পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত
পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে রবিবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি দেখা পান বিরাট কোহলি

পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

দুবাইয়ে রবিবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাউন্ডারি হাঁকান সূয কুমার যাদব

দুবাইয়ের আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে বিপক্ষে বিরাট কোহলির ৩২তম টি-টোয়েন্টি অর্ধশতকের কল্যাণে বড় সংগ্রহ গড়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। এ ম্যাচে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৮২ রান। গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল রোহিত-কোহলিরা। ভারতীয় ব্যাটারদের মধ্যে ওপেনার রোহিত শর্মা ১৬ বলে ২৮, কে এল রাহুল ২০ বলে ২৮,বিরাট কোহলি ৪৪ বলে ৬০, সূর্যকুমার যাদব ১০ বলে ১৩, ঋষভ পন্ত ১২ বলে ১৪ এবং দীপক হুদা ১৪ বলে ১৬ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে শাদাব খান ৩১ রানে ২ উইকেট নেন।

এই ম্যাচে ইনজুরির কারণে পাকিস্তানের একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শাওনেওয়াজ দাহানি। তার জায়গায় এসেছেন পেসার মোহাম্মদ হাসনাইন। অন্যদিকে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা। তার জায়গায় এসেছেন দীপক হুডা। এছাড়া পেসার আবেশ খানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন রবি বিষ্ণু।

[caption id="attachment_365926" align="aligncenter" width="700"] দুবাইয়ে রবিবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাউন্ডারি হাঁকান সূয কুমার যাদব[/caption]

রবিবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে বাবরের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন দুই ওপেনার রোহিত শর্মা আর কেএল রাহুল। শুরুর পাঁচ ওভারে তারা রীতিমতো তাণ্ডবই বইয়ে দিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। ১১, ৯, ১৪, ১২, ৮ ছিল শুরুর ৫ ওভারে ভারতের রান। দুজনের ওপেনিং জুটিতে ৩১ বলে ওঠে ৫১ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে এসে পাল্টে যায় ম্যাচের পরিস্থিতি। পাকিস্তানকে প্রথম ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ। তার করা ষষ্ঠ ওভারের প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক রোহিত শর্মা।

এর আগে ১৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন তিনি। রোহিত আউট হওয়ার ছয় বল পর ফিরেন আরেক ওপেনার কেএল রাহুল। শাদাব খানকে উইকেট ছেড়ে বেরিয়ে সীমানাছাড়া করতে গিয়ে বলটা আকাশে তুলে দেন রাহুল। সেটা তালুবন্দি করতে সমস্যাই হয়নি লং অনে থাকা মোহাম্মদ নওয়াজের। ২০ বলে ২৮ রানের ইনিংস খেলে ফেরেন রাহুল। এর ফলে ৬২ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় ভারতের।

এরপর ২১ বলে ২৯ রান তুলতেই ভাঙে কোহলি ও সূর্যকুমারের জুটি। মোহাম্মদ নাওয়াজের করা ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে আসিফ আলীর হাতে ধরা পড়েন সূর্যকুমার। ১০ বলে ২ চারে ১৩ রান করে আউট হন তিনি। এরপর কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে ২৫ বলে ৩৫ রান তুলে আউট হন ঋষভ পন্ত। দলীয় ১২৬ রানের মাথায় গুগলিতে পরাস্ত হয়ে আসিফ আলীর হাতে ক্যাচ দিয়ে শাদাব খানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৪ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াও এসে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৩১ রানের মাথায় মোহাম্মদ হাসনাইনের বলে শর্ট মিডউইকেটে মোহাম্মদ নাওয়াজের হাতে ধরা পড়ে রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App