×

খেলা

নেইমার বেঞ্চে কেন, জানালেন কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

নেইমার বেঞ্চে কেন, জানালেন কোচ

নেইমার

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দাপটে নঁতের বিপক্ষে ৩-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ম্যাচে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ছিল দুর্দান্ত ফর্মে থাকা নেইমার জুনিয়রের বেঞ্চে বসে থাকা।

ম্যাচের ৬৩ মিনিটে ফরাসি ক্লাবটির এই ব্রাজিলিয়ান ফুটবলারকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। এমবাপ্পের বদলি হয়ে বাকি সময়টা মাঠ দাপিয়ে খেললেও গোল পাননি তিনি। খবর স্পোর্টস ম্যাক্স টিভির।

ম্যাচ শেষে পিএসজি কোচ নেইমারকে বিশ্রাম দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমাদের অনেক ম্যাচ খেলতে হচ্ছে। প্রতি তিন-চারদিন পর পর ম্যাচ। একজন ফুটবলারের পক্ষে প্রতি ম্যাচে ৯৫ মিনিট খেলা সম্ভব নয়। এটা আমরা সকলেই জানি।

বেঞ্চে রাখার আগে পিএসজি কোচ নেইমার এবং দলের অন্যদের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি। ফরাসি ক্লাবের কোচ বলেন, বিষয়টি নিয়ে আমি দুইবার কথা বলেছি। প্রথম কথা বলেছি, খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে। পরে দলের সঙ্গে আলাপ করেছি। বিষয়টিকে তারা ইতিবাচকভাবে দেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App